Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক ও জনপথ বিভাগের কর্মচারীদের পূর্ণদিবস কর্মবিরতি পালন

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সড়ক ও জনপথ বিভাগের ওয়ার্কচার্জড কর্মচারীদেরকে নিয়মিতকরণসহ ৭ দফা দাবী আদায়ে জেলা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ ও পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন। গতকাল সোমবার সকালে কাউতলী সড়ক ও জনপথ অফিসের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল হাই। বক্তব্য রাখেন জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এএইচএম আলমগীর, জেলা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহআলম, আমির হোসেন, মোঃ মুসলেহ উদ্দিন, মহসিনুল আজম, শাহানা বেগম, মাহমুদা আক্তার, আবু হানিফ, মকবুল আহমেদ, আনিসুর রহমান প্রমুখ। সমাবেশে বক্তারা অবিলম্বে ৭ দফা দাবী বাস্তবায়নে সরকারের প্রতি জোর দাবী জানান।প্রেস রিলিজ


Shares