Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় সিজিএম আদালতে জব্দকৃত প্রায় কোটি টাকার বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে জব্দকৃত ৮৭ লক্ষাধিক টাকার বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

গতকাল ০৯ জানুয়ারি মঙ্গলবার দুপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সামনে কুরুলিয়া খালের পাড় সংলগ্ন খালি জায়গায় বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেট,গাঁজা ও বিদেশী মদ। এসব মাদকদ্রব্য গত তিন মাস ধরে আদালতের মালখানায় জমা রাখা হয়েছিল। যার আনুমানিক মূল্য ৮৭ লাখ টাকার বেশি।

মাদকদ্রব্য ধ্বংসকালে উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ মনির কামাল, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ শফিকুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ শরাফ উদ্দিন, ফারজানা আহম্মেদ, মোঃ সুলতান সোহাগ উদ্দিন ও আয়েশা বেগম।

মাদকদ্রব্য ধ্বংসকালে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ মনির কামাল বলেন, নিয়মিত মাদকদ্রব্য ধ্বংসের অংশ হিসেবে এসব মাদক দ্রব্য ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।






Shares