Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বিরোধি মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

+100%-

mbবৃহষ্পতিবার ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী মানববন্ধন করেছে স্কুল শিক্ষার্থীরা। সকাল ১১টার দিকে শহরের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চের সামনের সড়কে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। ‘মাদকবিরোধী অভিযান ও প্রচার মাস জানুয়ারি-২০১৭’ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস এ কর্মসূচির আয়োজন করে। জেলা শহরের বিভিন্ন স্কুলের কয়েকশ শিক্ষার্থী হাতে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করে। পরে মানববন্ধন শেষে স্থানীয় পৌর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

IMG_20170112_110722ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহানুর আলমের সভাপতিত্বে জেলা মাদদক দ্রব্য নিয়ন্ত্রন অফিসের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, বিশেষ অতিথি জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সহকারী পরিচালক মো. বাহাউদ্দিন। বক্তারা মাদককে আন্তর্জাতিক সন্ত্রাস আখ্যায়িত করে বলেন, একজন মাদকাসক্ত ব্যক্তি তার জীবনের সঙ্গে তার পরিবারকেও ধ্বংসের মুখে ঠেলে দেয়। মাদকের ভয়াল ছোবল থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে সবাইকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এছাড়া উপস্থিত স্কুল শিক্ষার্থীদের মাঝে মাদকের কুফল তুলে ধরেন বক্তারা।






Shares