Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় মহান বিজয় দিবসে স্মৃৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় যথাযথ মর্যাদায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস পালিত হচ্ছে। বৃহস্পতিবার ভোরে ৫০ বার ত্বপোধ্বণির মধ্যদিয়ে দিবসের শুরু হয়। পরে ফারকী পার্কস্থ স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান, পুলিশ সুপার মোঃ আনিসুর রহমানসহ জেলা আওয়ামীলীগ ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও নানা শ্রেণী পেশার মানুষ। এছাড়াও দিনটি পালনে জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচী পালিত হচ্ছে।


Shares