Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান:: ৫ দোকানিকে ৯ হাজার টাকা জরিমানা

+100%-

জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের নির্দেশে ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫ দোকানিকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২০ মে রবিবার বিকেলে জেলা শহরের আনন্দবাজার, সড়কবাজার ও ফারুকীবাজারে পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের সঠিকতা যাচাই এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।
ডিসি ব্রাহ্মণবাড়িয়া নামে ফেসবুক ফেইজে দেওয়া স্ট্যাটাসে জানা যায়, জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশক্রমে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইদা খানম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪০ ধারা অনুযায়ী কয়েকটি কাঁচা বাজার ও মুদি দোকানে ৫ টি মামলায় ৯ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং সতর্ক করা হয়। এছাড়াও রাস্তা এবং ফুটপাত হতে অবৈধ দোকান সরানো হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে সহযোগিতায় ছিলেন সহকারী পরিচালক, ভোক্তা অধিকার ও জেলা মার্কেটিং অফিসার।






Shares