Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচান সভা

+100%-

“আসুন প্লাস্টিক দূষণ বন্ধ করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ব্রাহ্মনবাড়িয়ায় বিশ্ব পরিবেশ দিবস উপযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে শহরের লোকনাথ দীঘির টেংকের পাড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে স্থানীয় সুর স¤্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন, ব্রাহ্মনবাড়িয়া সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ. এস. এম শফিকুল্লাহ প্রমূখ। সভায় বক্তারা প্লাষ্টিকের ব্যবহার বন্ধে সকলকে সচেতন হতে উদাত্ত আহবান জানান।


Shares