Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ কল্যাণ পার্টি জেলা শাখার আয়োজনে সম্মেলন অনুষ্ঠিত

+100%-

বাংলাদেশ কল্যাণ পার্টি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে এ মালেক কনভেনশন হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অথিতি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা (অব:) মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইবরাহিম।

এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য ‘বিখ্যাত অপরাধ বিজ্ঞানী’ ড. শাহেদ চৌধুরী। অনুষ্ঠানটি উদ্বোধন করেন বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব আবদুল আওয়াল মামুন।

এতে বাংলাদেশ কল্যাণ পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম খান সাদাত এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ সভাপতি ও ঢাকা মহানগর উত্তর এর সভাপতি নাজমুল হুদা অপু, কেন্দ্রীয় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মুহাম্মদ নজরুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য মোঃ হাসান নাসির, ফোরকান আহমেদ প্রমুখ।

এসময় প্রধান অতিথি ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে অসুস্থতার কারণে সম্মেলনে না আসতে পেরে দুঃখ প্রকাশ করে বলেন, বাংলাদেশ কল্যাণ পার্টি আল্লাহর রহমতে এগিয়ে যাচ্ছে আমরা সবসময় দেশ ও দেশের মানুষের কল্যাণ করবো।


Shares