Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে জশনে জুলুস (ভিডিও)

+100%-

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় জশনে জুলুস করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত।

বুধবার পবিত্র এই দিনটি পালনে সংগঠনের সদর উপজেলার কমিটির উদ্যোগে শহরের ভাদুঘর শাহী জামে মসজিদ থেকে বিপুল সংখ্যক ধর্মপ্রান মুসল্লিদের অংশগ্রহনে একটি র‌্যালী বের হয়ে কুমিল্লা-সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে ভাদুঘর হযরত সৈয়দ শাহ সোলেমান ওসমান গণি ইয়ামিনি (রঃ) মাজার শরীফে গিয়ে শেষ হয়।

এ সময় জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের আহ্বায়ক মাওলানা কাজী মহিউদ্দিন মোল্লা, সদস্য সচিব মুফতী গিয়াস উদ্দিন আত তাহেরী, যুগ্ম আহ্বায়ক সৈয়দ নাঈম উদ্দিন আহম্মদ, জাবের আল মনসুর মোল্লা, যুগ্ম সচিব মাওলানা মাজহারুল ইসলাম কাদেরীসহ আলেম ওলামাগন উপস্থিত ছিলেন। পরে দেশ, জাতি ও বিশ^ মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।


Shares