Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় দূর্গা পূজা উপলক্ষে “আলোর পথে” সংগঠনের উদ্যোগে পূজাবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ

+100%-


সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া স্থানীয় “আলোর পথে” সংগঠনের উদ্যোগে অসহায় শিশু ও প্রবীণদের মাঝে পূজা বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।

আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) আবু সাঈদ, জেলা স্বেচ্ছাসবকলীগের সভাপতি এডভোকেট মোঃ লোকমান হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহসভাপতি আল আমীন শাহীন, আইডিয়াল স্কুল এন্ড কলেজের উপাধক্ষ্য মোঃ জসীম উদ্দিন বেপারী। অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন আলোর পথে সংঠনের সভাপতি হযরত আলী, সাধারণ সম্পাদক পুষ্পেন ভৌমিক ও সহ-সভাপতি ডা: নূরুল হুদা পাভেল সহ সংগঠনের নেতৃবন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

পরে অতিথিবৃন্দরা প্রায় শতাধিক শিশু ও প্রবীণদের মাঝে পূজাবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

Shares