Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ:: একজন নিহত

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফারুক মিয়া (৩০) নামের একজন নিহত হয়েছেন। রোববার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের সুলতানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত ফারুক মিয়া চট্টগ্রাম জেলার পতেঙ্গা এলাকার সবিউল আহমেদের ছেলে।

হাইওয়ে পুলিশের খাঁটিহাতা বিশ্বরোড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার জানান, মহাসড়ক দিয়ে একটি পিকআপভ্যান ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লার দিকে যাচ্ছিল। এ সময় কুমিল্লা থেকে আসা একটি ট্রাকের সঙ্গে পিকআপভ্যানটির সুলতানপুর এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপভ্যানের ভেতরে থাকা একজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক ও পিকআপভ্যানটি আটক করলেও দুজন চালকই পালিয়ে যায়। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


Shares