Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় জ্বালানী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় জ্বালানী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরতলীর বিরাসারে অবস্থিত বাংলাদেশ গ্যাস ফিল্ডসের প্রধান কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গ্যাস ফিল্ডসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তফিকুর রহমান তপু।

এতে কোম্পানীর জেষ্ঠতম মহাব্যবস্থাপক (কম্প্রেসর এন্ড জেনারেটর) মোঃ আমীর ফয়সার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কোম্পানীর মহাব্যবস্থাপক (অপারেশন) আলী মোক্তেজার. ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ,আ,ম রশিদুল ইসলাম। এ সময় বক্তারা বলেন, জ্বালানির বহুমূখীকরণ, উৎপাদন বৃদ্ধি, সর্বোৎকৃষ্ট ব্যবহার ও এর সংস্কার করা না গেলে অদূর ভবিষ্যতে জ্বালানি চাহিদা সরবরাহে মধ্যে বৃদ্ধি পেতে থাকবে। তাই জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে গ্যাস এর অপচয় রোধ ও জ্বালানী নিরাপত্তা নিশ্চিত করণে এ দিবসটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

Shares