Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ॥ বৃহস্পতিবার আনন্দর‌্যালী

+100%-

15870708_1368643206501154_1265676141_n
৪ জানুয়ারী বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল সকাল ৬টায় জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুঞ্চে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বেলা সাড়ে ১১টায় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা, আলোচনা সভা, মিষ্টি বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনিবার্য্যকারণবশতঃ প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দর‌্যালী গতকালের পরিবর্তে বৃহস্পতিবার ৫ জানুয়ারী দুপুর ২টায় শহরের লোকনাথ দিঘীরপাড় ময়দান হইতে শুরু হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় ইন্ডাস্ট্রিয়াল স্কুল মাঠে বিশাল সমাবেশে যোগদান করবেন। এছাড়াও ৬ জানুয়ারী শুক্রবার সকাল ১০টায় গরিব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও শিক্ষানবিশ পথ শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে। সকল কর্মসূচী সফল করার জন্য ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন জেলা ছাত্রলীগ সভাপতি মাসুম বিল্লাহ্ ও সাধারণ সম্পাদক মোঃ রাসেল মিয়া।


Shares