Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় চাহিদার চেয়ে ১০২.৪৬ মেট্রিক টন মাছ বেশী উৎপাদন

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় প্রথমবারের  মতো গত অর্থ বছরে চাহিদার চেয়ে মাছের উৎপাদন বেশী হয়েছে। গত অর্থবছরে জেলায় মোট মাছের চাহিদা ছিলো ৫৩৯১২.৬৫ মেট্রিক টন। মাছের উৎপাদন হয়েছে ৫৪০১৫.১১ মেট্রিক টন। মাছ উদ্ধৃত্ত থাকে ১০২.৪৬ মেট্রিক টন। যা জেলার মাছের উৎপাদনে রেকর্ড।
গতকাল মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে জেলা মৎস্য অফিস আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ শহীদুল হোসেন এই তথ্য উপস্থাপন করেন। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, মৎস্য বীজ উৎপাদন খামার রামরাইলের ব্যবস্থাপক মোঃ আশরাফ উদ্দিনসহ মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়ায় আভ্যন্তরীন মুক্ত জলাশয়ের ৫৮২৯০ হেক্টরে ১৬০১৬.৭৪ মেট্রিক টন ও আভ্যন্তরীন বদ্ধ জলাশয়ের ০.২৮৯ লক্ষ হেক্টরে ০.৩১৫০৮৩৭ মেট্রিক টন মাছ উৎপাদন হয়। বিভিন্ন সময়ে জেলায় সাতটি অভয়াশ্রম স্থাপন করা হয়েছে। সংবাদ সম্মেলনে প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম. রশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পীসহ সকল সাংবাদিকগন উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

Shares