Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা আক্রান্ত বেড়ে ৪৩

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় সর্বশেষ ২৪ ঘন্টায় বাবা-ছেলেসহ চারজনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সিভিল সার্জন কার্যালয়ে পাওয়া ফলাফলে তাদের নমুনায় করোনা পজেটিভ এসেছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৪৩। মারা গেছেন দুইজন।

সূত্র জানায়, নতুন করে করোনা শনাক্ত হওয়া রোগীদের মধ্যে রয়েছেন নবীনগর উপজেলার লহরী গ্রামের এক যুবক (২৬), জাফরপুর গ্রামের মুক্তিযোদ্ধা (৭০) ও তার ছেলে (২৫) এবং নাসিরনগর উপজেলার কলিকুন্ডা গ্রামের কিশোর (২৮)। ইতিমধ্যে আক্রান্ত ব্যাক্তিদের বাড়িসহ আশপাশের বাড়ি লকডা্উনসহ লোকজনদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে পাঠিয়েছে প্রশাসন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া বক্ষব্যাধি হাসপাতালের আইসোলেশন থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১২ জন। জেলার আইসোলেশন কেন্দ্রে নয়জনসহ মোট ২১জন আইসোলেশনে রয়েছেন। জেলায় এক হাজার ৩২০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষায় ইতিমধ্যে ফলাফল জানা গেছে ৯৭৯ জনের।


Shares