Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে সর্বোচ্চ ৬ জনের মৃত্যু ও শনাক্ত ৪১.৩৪%।।

+100%-

ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিভিন্ন এলাকায় করোনায় আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। জেলায় সংক্রমণের হার ৪১.৩৪% । যার মধ্যে নবীনগর উপজেলায় চিকিৎসাধীন অবস্থায় তিনজন পুরুষ, সদর উপজেলায় দুইজন পুরুষ ও আখাউড়া উপজেলায় একজনের মৃত্যু হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নতুন ১৫৪ জন সহ জেলায় নতুন ৪১৩ জনের করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বশেষ ৮৫১৮ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় ৪৯২১ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেছে। সর্বশেষ জেলায় ১১৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। মঙ্গলবার (০৩ আগস্ট ) রাত সাড়ে ৮টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন।

গতকালের ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের পিসিআর, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের পিসিআর ল্যাবের ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের র্যাপিড এন্টিজেন ল্যাবের ৯৯৯ টি রিপোর্টে নতুন আরও ৪১৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ১৫৪ জন, নাসিরনগর উপজেলায় ১২ জন, সরাইল উপজেলায় ০৫ জন, আশুগঞ্জ উপজেলায় ০৭ জন, বিজয়নগর উপজেলায় ০৮ জন, নবীনগর উপজেলায় ১১০ জন, আখাউড়া উপজেলায় ০৭ জন, কসবা উপজেলায় ৭৯ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ৩১ জন শনাক্ত হয়েছে। সর্বশেষ জেলায় ৮৫১৮ জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ৩২১৮ জন, নাসিরনগর উপজেলায় ২২৬ জন, সরাইল উপজেলায় ৪৪১ জন, আশুগঞ্জ উপজেলায় ৭৮৩ জন, বিজয়নগর উপজেলায় ২২৪ জন, নবীনগর উপজেলায় ১৪০১ জন, আখাউড়া উপজেলায় ৪৩৮ জন, কসবা উপজেলায় ১১৮৯ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ৫৯৮ জন শনাক্ত হয়েছে।

সর্বশেষ জেলায় ৪৯২১ জন রোগী করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ১৯০৪ জন, নাসিরনগর উপজেলায় ১৭৪ জন, সরাইল উপজেলায় ২১১ জন, আশুগঞ্জ উপজেলায় ৫০৪ জন, বিজয়নগর উপজেলায় ১৫৮ জন, নবীনগর উপজেলায় ৬৯২ জন, আখাউড়া উপজেলায় ৩১৬ জন, কসবা উপজেলায় ৬৩৯ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ৩২৩ জন সুস্থ হয়েছে।

সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়ায় ১১৬ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। যার মধ্যে সদর উপজেলায় ৩৬ জন, নাসিরনগর উপজেলায় ০৫ জন, সরাইল উপজেলায় ০৯ জন, আশুগঞ্জ উপজেলায় ১৩ জন, বিজয়নগর উপজেলায় ০৩ জন, নবীনগর উপজেলায় ২৭ জন, আখাউড়া উপজেলায় ১৫ জন, কসবা উপজেলায় ০৪ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ০৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ৮৫১৮ জন আক্রান্তের মধ্যে ৪৯২১ জন সুস্থ হয়েছেন। কিন্তু এখনো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৪৮১ জন রোগী আইসোলেশনে আছে ও সেলফ আইসোলেশনে ৩৪১৩ জন আছে। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসা পাচ্ছে ৬৮ জন রোগী। সর্বশেষ গত ২৪ ঘন্টায় জেলায় ৬৯০ জনের করোনা ভাইরাসের শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন ৯৯৯ জনের করোনার রিপোর্ট প্রকাশ হয়েছে৷ এখন পর্যন্ত জেলায় ৫১৬২১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ যার মধ্যে পাওয়া ৫০৬৯৬ জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ৮৫১৮ জন আক্রান্ত হয়েছে।


Shares