Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের প্রধান জামাত সকাল ৮ টায়

+100%-

আজ পবিত্র ঈদুল ফিতর। দিনটি পালনে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে জেলাজুড়ে। ব্রাহ্মণবাড়িয়ায় সকাল ৮ টায় জেলা ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন জেলা জামে মসজিদের খতিব মাওলানা সিবগাহতুল্লাহ নূর।

এছাড়াও টেংকের পাড় জামে মসজিদ, ভাদুঘর ফাটাপুকুর পাড় ঈদগাহ ময়দান, পশ্চিম মেড্ডা শরীফপুর ঈদগাহ মাঠ, দক্ষিন পৈরতলা বাসস্ট্যান্ড মসজিদুল কোবায়, হাসপাতাল মসজিদে সকাল সাড়ে ৮ টায় এবং জেলার বিভিন্ন মসজিদে মসজিদে সকাল ৮ টা থেকে ৯ টার ভেতর ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ঈদগাহ মাঠ ও মসজিদগুলোতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সকাল থেকে করা হয়েছে পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ। এছাড়াও ঈদ জামাতের সার্বিক নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।


Shares