Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের প্রধান জামাত সকাল আটটায়, বৈরী আবহাওয়া হলে জেলা জামে মসজিদে

+100%-
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের প্রধান জামাত শহরের কাজীপাড়াস্থ জেলা ঈদগাহ ময়দানে সকাল আটটায় অনুষ্ঠিত হবে। তবে বৈরী আবহাওয়া হলে একই সময় ঈদের প্রধান জামাত জেলা জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
শুক্রবার দুুপুরে জেলা ঈদগাহ মাঠ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও কমিটির সভাপিত রেজওয়ানুর রহমান। এ সময় এনডিসি মোঃ অাসলাম হোসাইন, জেলা ঈদগাহ মাঠ কমিটির সদস্য ও জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এডভোকেট লোকমান কমিশনার শরীফ ভান্ডারীসহ অন্যান্যরা উপস্হিত ছিলেন।
জেলা ঈদগাহ মাঠ কমিটির সদস্য এডভোকেট লোকমান হোসেন জানিয়েছেন, এখন পর্যন্ত মাঠ যে অবস্থায় আছে রাতে আর বৃষ্টি না হলে ঈদের জামাত মাঠে অনুষ্ঠিত হবে। তবে বৃষ্টি হলে জেলা জামে মসজিদে নামাজ হবে।
প্রধান জামাতে ইমামতি করবেন জামেয়া ইউনুছিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক জুনায়েদ হাবীবি।
এ ছাড়া ঈদের জামাত অনুষ্ঠিত হবে শহরের হাসপাতাল মসজিদ ময়দানে, টেংকের পাড় ঈদগাহ ময়দান, ভাদুঘর শাহী জামে মসজিদ প্রাঙ্গণ, ভাদুঘর ফাটা পুকুরপাড় ঈদগাহ ময়দান, শেরপুর ঈদগাহ ময়দান, গোকর্ণ লঞ্চ ঘাট ঈদগাহ ময়দান, কাউতলী স্টেডিয়াম সংলগ্ন মাঠে পৃথক পৃথক ঈদের জামাত পৃথক সময়ে অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

Shares