Main Menu

জেলায় মোট ২৭৬ জনের দেহে করোনা শনাক্ত

ব্রাহ্মণবাড়িয়ায় আরো ২৫ জনের করোনা শনাক্ত

+100%-

ব্রাহ্মণবাড়িয়া জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরো ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

সোমবার দুপুরে আইইডিসিআর থেকে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কার্যালয়ে আসা ১১১জনের নমুনা পরীক্ষার ফলাফলে ফলাফলে ২৫ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে। নতুন করে আক্রান্তদের মধ্যে ১৩ জনের বাড়ি নবীনগর উপজেলার ও ১২ জনের বাড়ি বাঞ্চারামপুর উপজেলায়। এ নিয়ে জেলায় জেলায় মোট ২৭৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ে দায়িত্বরত চিকিৎসক ডা. সানজিদা সোমবার দুপুর ৩ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, বর্তমানে জেলায় আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১৭২ জন, মারা গেছেন ৪ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭৫ জন।


Shares