Main Menu

ব্রাহ্মণবাড়িয়ার ৫ লক্ষাধিক শিশু পাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ লক্ষাধিক শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। বৃহস্পতিবার সকালে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২১ উপলক্ষ্যে আয়োজিত সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানান সিভিল সার্জন ডাক্তার মোঃ একরাম উল্লাহ।

সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আয়োজিত কর্মশালায় জানানো হয়, আগামী ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত জেলার ৯৮টি ইউনিয়নে ২ হাজার ৪৩৩ টি কেন্দ্রে একযোগে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

ক্যাম্পেইনে ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৫৯ হাজার ১৩৫ শিশু ও ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৫৪ হাজার ৮০৫ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

কর্মশালায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং চিকিৎসকগন উপস্থিত ছিলেন।


Shares