Main Menu

ব্রাহ্মণবাড়িয়া জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে জেলা প্রথম বিভাগ ফুটবল লীগ

ব্রাহ্মণবাড়িয়ার ফুটবলও ঐতিহ্যের ধারায় সমুজ্জ্বল: র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি

+100%-

পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি , মাননীয় সংসদ সদস্য, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, ফুটবল খেলা হচ্ছে মাঠের প্রাণ,বাংলাদেশে নতুন উদ্যমে ফুটবলের জনপ্রিয়তা বাড়ছে, ব্রাহ্মণবাড়িয়ার ফুটবলও ঐতিহ্যের ধারায় সমুজ্জ্বল। তিনি বলেন ব্রাহ্মণবাড়িয়ায় অনেক কৃতি খেলোয়ারের জন্ম হয়েছে, যাঁরা জাতীয় পর্যায় সহ দেশে বিদেশে ক্রীড়া নৈপুন্যে নিজেদের সুনাম যেমন বাড়িয়েছে তেমনি জেলার ঐতিহ্যকেও সমৃদ্ধ করেছে। তিনি পূর্ব ঐতিহ্যের ধারায় ফুটবলের জনপ্রিয়তা বৃদ্ধি এবং ঐতিহ্য সমুন্নত রাখতে সকলের প্রতি আহবান জানিয়েছেন ।

বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে জেলা প্রথম বিভাগ ফুটবল লীগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানঅতিথির বক্তৃতায় এ আহবান জানান।
জেলা প্রশাসক ও এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র মিসেস নায়ার কবীর,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবীর,ব্রাহ্মণবাড়িয়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব ডাঃ মোঃ আবু সাঈদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এড. ইউসুফ কবীর ফারুক। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ আসাদুজ্জামান, ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মহিম চৌধুরী অতিথি বৃন্দকে স্বাগত জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন আল আমীন শাহীন।
প্রধান অতিথি সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী জাতীয় পতাকা উত্তোলন শেষে রঙ্গিন বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে লীগ খেলার উদ্বোধন করেন। উদ্বোধনী পর্বে শিশু পরিবারের শিল্পীরা মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করেছে।
প্রথম বিভাগ লীগের উদ্বোধনী খেলা রহিম স্মৃতি সংঘ দক্ষিণ মৌড়াইল একাদশ এবং খেলু মিয়া স্মৃতি সংঘ উলচাপাড়ার মধ্যকার খেলা ১-১ গোলে ড্র হয়।
খেলায় রেফারী ছিলেন মোঃ ফকরিয়া সহকারী ছিলেনআবু মুসা খসরু, আবুল কালাম, শাহীন মোল্লা। খেরায় বিপুল সংখ্যক স্কুল কলেজের শিক্ষার্থী সহ ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন। লীগ খেলায় জেলার মোট ৮ টি দল অংশ নিচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি বিভিন্ন ফুটবল দলের কর্মকর্তাদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।






Shares