Main Menu

ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করোনায় আক্রান্ত

+100%-

ব্রাহ্মণবাড়িয়া জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল আমিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ।

শনিবার রাতে সিভিল সার্জন অফিসে আসা পিসিআর রিপোর্টে তাদের করোনা পজিটিভ আসে। এছাড়াও একই আদালতের বেঞ্চ সহকারী শরিফ নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ এসেছে।

সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ জানান, নমুনা পরীক্ষা পর শনিবার রাতে আসা রিপোর্টে ৫৮ জনের পজিটিভ আসে। এর মধ্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল আমিন ও বেঞ্চ সহকারী শরিফের পজিটিভ আসে। তারা বর্তমানে আইসোলেশনে আছেন।

এদিকে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৭৮ জনে। এরমধ্যে মারা গেছেন ২০ জন। সুস্থ হয়েছেন ২৫২ জন ও আইসোলেশনে রয়েছেন ৮৬২ জন।


Shares