ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ২১টি মনোনয়নপত্র বিলি




ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- চট্ট- ২০৪০) এর ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন ২০২৫ আগামী ১৬ নভেম্বর ২০২৫, রোববার মেড্ডা ট্রাক টার্মিনালস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের মধ্যে নির্বাচনী আমেজ বিরাজ করছে। ঘোষিত তফসিল অনুযায়ী গত ১৫ ও ১৬ অক্টোবর, বুধবার ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত সংগঠনের প্রধান কার্যালয়ে মনোনয়নপত্র বিলি করা হয়েছে। নির্বাচন উপ-কমিটির সদস্য সচিব শেখ মোঃ মাহফুজ জানান, ১৫ ও ১৬ অক্টোবর ছিল ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- চট্ট- ২০৪০) এর ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনের মনোনয়নপত্র বিলির সময়। এই দুইদিনে সকল পদে মোট ২১টি মনোনয়নপত্র বিলি করা হয়েছে। তিনি বলেন, এরই ধারাবাহিকতায় পরবর্তী ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন ২০২৫ এর কার্যক্রম উৎসবমুখর পরিবেশে পরিচালিত হবে।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- চট্ট- ২০৪০) এর ত্রি-বার্ষিক নির্বাচনের মনোনয়নপত্র জমা ১৯ ও ২০ অক্টোবর, রোববার ও সোমবার সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত সংগঠনের প্রধান কার্যালয়ে, মনোনয়পত্র যাচাই-বাছাই ২১ অক্টোবর, মঙ্গলবার, মনোনয়পত্র প্রত্যাহার ২৩ অক্টোবর, বৃহস্পতিবার, প্রতীক বরাদ্দ ২৫ অক্টোবর, শনিবার এবং ১৬ নভে¤^র ২০২৫, রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪.৩০টা পর্যন্ত ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন সংগঠনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।































