Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে নগদ অর্থ, খাদ্য সহায়তাসহ নানা সামগ্রী বিতরণ

+100%-

সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের বিশেষ করে কোভিট নাইনটিন আক্রান্ত সময়ে কর্মহীন জনগোষ্ঠীর মুখে হাসি ফুটানোর জন্য ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক সহায়তা কর্মসূচী চলছে। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানের সার্বিক তত্বাবধানে বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান এসময়ে দরিদ্র জনগোষ্টীর মাঝে ঈদ সামগ্রী প্রদান এবং সাবলম্বীতার জন্য সেলাই মেশিন ভ্যান গাড়ী সহ বিভিন্ন উপকরণ প্রদান করছে। এ সব কার্যক্রম সমন্বয়ে অনন্য ভ’মিকা রাখছে প্রতিবন্দীদের কল্যাণমূলক সংগঠন ড্রিম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান হেদায়েতুল আজিজ মুন্না। কার্যক্রমে অংশ নিচ্ছেন জেলার সুশীল সমাজের প্রতিনিধিরা।

 সোমবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ড্রিম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশনের সমন্বয়ে ব্রাহ্মণবাড়িয়ায় চলমান করোনা পরিস্থিতিতে বিপাকে পড়া বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধীদের) মাঝে খাদ্য সহায়তা, নগদ অর্থসহ কর্মসংস্থানের জন্য নানা সামগ্রী বিতরণ করা হয়েছে। স্থানীয় সার্কিট হাউজে এ সহযোগিতা প্রদান করেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। এ সময় উপস্থিত ছিলেন মো: মাহবুব আলম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, ব্রাহ্মণবাড়িয়া মো: শাহ আলম, উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এডভোকেট মোঃ লোকমান হোসেন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি পীযূষ কান্তি আচার্য, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সহ সভাপতি আল আমিন শাহীন, প্রেসক্লাবের কার্যকরী সদস্য মনির হোসেন, মোঃ আতাউর রহমান। কার্যকরী সদস্য ফরহাদুল ইসলাম পারভেজ, যমুনা টিভির ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম , এস এ টিভি জেলা প্রতিনিধি মনিরুজ্জামান পলাশ, জেলা প্রশাসক মহোদয়ের বাংলোর সিএ মোঃ আতাউর রহমান প্রমুখ। কার্যক্রম পরিচালনা করেন ড্রিম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশন, ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা হেদায়েতুল আজিজ মুন্না ।

পরে অতিথিবৃন্দ ৫০ জন প্রতিবন্ধীর মাঝে নগদ ১ হাজার টাকা এবং ৫০ জন প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তাসহ দুই জনকে দুটি সেলাই মেশিন ও ১ জনকে একটি ভ্যান দেয়া হয়।


Shares