ব্রাহ্মণবাড়িয়ায় বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড




ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাবাকে হত্যার দায়ে ছেলে জসিম উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় জেলা ও দায়রা জজ মো. শহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৪ আগস্ট দুপুরে নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামে পাট কাটা নিয়ে বাবা লিল মিয়া (৭৫) ও ছেলে জসিম উদ্দিনের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে জসিম ঘর থেকে কাঠের ছিয়া (স্থানীয়ভাবে ‘ছাহাইট’) এনে বাবার মাথায় একের পর এক আঘাত করেন। গুরুতর আহত লিল মিয়াকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের স্ত্রী মমতাজ বেগম নবীনগর থানায় ছেলে জসিম উদ্দিনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং তদন্ত শেষে ২০২৪ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করে। একই বছরের ২৭ আগস্ট মামলাটি বিচারাধীন হয় এবং ৭ অক্টোবর জসিমের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ও ৩২৩ ধারায় অভিযোগ গঠন করা হয়।
সব সাক্ষ্যপ্রমাণ ও যুক্তিতর্ক শেষে বুধবার আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফখরুদ্দিন খান রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘এই রায়ের মাধ্যমে বাদীপক্ষ ন্যায়বিচার পেয়েছেন।’
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী নাজমুল হক রিটন বলেন, ‘আমরা এই রায়ে সংক্ষুব্ধ। উচ্চ আদালতে আপিল করা হবে।’































