ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হলো হাফ ম্যারাথন
![+](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
ব্রাহ্মণবাড়িয়া রানার্স কমিউনিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে হাফ ম্যারাথন।
শুক্রবার (৩ জানুয়ারি) ভোর থেকে প্রচণ্ড শীত আর ঘন কুয়াশা উপেক্ষা করে চার শতাধিক দৌড়বিদ এতে অংশগ্রহণ করেন।
শারীরিক ও মানসিক সুস্থতা বিকাশে এবং মাদকমুক্ত জীবন গড়ার প্রতিপাদ্য নিয়ে নারী-পুরুষ-শিশু এবং দুইজন বিদেশি নাগরিকসহ চার শতাধিক দৌড়বিদ এতে অংশ নেন। ভোরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের প্রধান ফটক থেকে ম্যারাথন শুরু করেন দৌড়বিদরা। শেষ হয় বিজয়নগর উপজেলার মনিপুর থেকে ইউটার্ন করে শহরের শিমরাইলকান্দি ব্রিজে।
আয়োজকরা জানান, নতুন প্রজন্ম শুধুমাত্র ক্রিকেট, ফুটবল উন্মাদনার সঙ্গে পরিচিত। তবে ম্যারাথন হচ্ছে সুস্থ থাকার, নিরাপদ থাকার একটি আন্দোলন।
এবারের ম্যারাথন প্রতিযোগিতায় ২১ কিলোমিটারে ১১০ জন, ১০ কিলোমিটারে ২০০ জন ৫ কিলোমিটারে ৬৮জন এবং ২ কিলোমিটারে ২২ জন অংশগ্রহণ করেন। শীতের সকালে এ ধরনের প্রতিযোগিতা উপভোগ করতে পেরে দৌড়বিদ ও দর্শকরা খুবই উচ্ছ্বসিত। পরে বিজয়ীদের ট্রফি এবং সার্টিফিকেট দেওয়া হয়।