Main Menu

বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ১০ম কারামুক্তি দিবস উপলক্ষ্যে সদর থানা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত।

+100%-

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিঃ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১০ম কারামুক্তি দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা বিএনপির উদ্যোগে গত সোমবার বিকাল ৩.০০ ঘটিকায় শহরের ফুলবাড়িয়া কনভেনশন সেন্টারে এক বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় সদর থানা বিএনপির সভাপতি এডঃ মোঃ তারিকুল ইসলাম খাঁন রুমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অর্থনৈতিক বিষয়ক সম্পাদক জননেতা আলহাজ¦ ইঞ্জিঃ খালেদ হোসেন মাহবুব শ্যামল, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহঃ সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ মোঃ আব্দুল আউয়াল খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সফল পৌর মেয়র আলহাজ¦ হাফিজুর রহমান মোল্লা কচি, সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মোঃ জহিরুল হক খোকন, বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি জিল্লুর রহমান, এডভোকেট শফিকুল ইসলাম, এডঃ গোলাম সারওয়ার খোকন, এডঃ এম,এ মান্নান, যুগ্ম সম্পাদক এডঃ আনিছুরর রহমান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক হাজী সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক এ,বি, এম মোমিনুল হক, শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাহার চৌঃ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলহাজ¦ নুরে আলম সিদ্দিকী, হাজী মোঃ আজিম, কোষাধ্যক্ষ জসীম উদ্দিন রিপন, যুবদলের আহবায়ক মোঃ মনির হোসেন, যুগ্ম আহবায়ক হাজী মিজানুর রহমান, জেলা মহিলা দলের সভানেত্রী এডঃ ইসমত আরা সুলতানা, ছাত্রদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ পৌর যুবদলের আহবায়ক তানিম শাহেদ রিপন, সদর থানা যুবদলের আহবায়ক এডঃ আব্দুর রহিম গোলাপ প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিঃ শ্যামল বলেন, আগামী নির্বাচনে নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য বর্তমান সরকারকে বাধ্য করা হবে।
প্রধান বক্তার বক্তব্যে আঃ আউয়াল বলেন- ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জিয়ার আদর্শের সকল সৈনিক দুর্বার আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের জন্য বর্তমান সরকারকে বাধ্য করবে।
উক্ত আলোচনা সভাটি সার্বিক ভাবে পরিচালনা করেন সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ আলী আজম।প্রেস রিলিজ






Shares