Main Menu

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এড. হুমায়ুন কবিরের স্মরণে জেলা উন্নয়ন পরিষদের এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার কিংবদন্তি গণমানুষের অকৃত্তিম অভিভাবক শিক্ষা অনুরাগী সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এড. হুমায়ুন কবিরের স্মরণে ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের উদ্যোগে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল গত সোমবার সন্ধ্যায় বঙ্গবন্ধু স্কয়্যারস্থ জাতীয় বীর আব্দুল কুদ্দুস পৌর মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়েছে। জেলা উন্নয়ন পরিষদের সভাপতি সাবেক পৌর কাউন্সিলর মোঃ আহসানউল্লাহ্ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহান মুক্তিযুদ্ধের গেরিলা কমান্ডার প্রবীন আইনজীবী এড. মোঃ হামিদুর রহমান।

স্মরণসভায় এড. হুমায়ুন কবিরের রূহের মাগফেরাত কামনায় উপস্থিত সকলের নিকট দোয়া কামনা করে বক্তব্য রাখেন মরহুমের সুযোগ্য ছেলে এনায়েত কবির বাবু। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্যের রাজনৈতিক উপদেষ্টা বীর মুুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ খান লাভলু, সাহিত্য একাডেমি’র সভাপতি কবি জয়দুল হোসেন, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব এড. লোকমান হোসেন, জেলা পরিষদ সদস্য ও জেলা কৃষকলীগের সভাপতি সাবেক কাউন্সিলর সাদেকুর রহমান শরীফ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আলী মাউন পিয়াস। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আল আমিন শাহীন, মীর মোস্তাফিজুর রহমান, আরমানউদ্দিন পলাশ, এড. শেখ মোঃ জাহাঙ্গীর আলম, ফরিদ উদ্দিন, এহছানউল্লাহ্ মাসুদ, বাবুল চৌধুরী, সামসুল আলম বাবু, আবুল হাসনাত অপু, এজাজুল ইসলাম মনির, কামরুল হাসান নান্টু, মোঃ শফিউল আলম কাজল, মোঃ কামরুজ্জামান সবুজ, মোঃ শামসুদ্দিন জুয়েল, মোঃ মুরাদুল আবেদিন, মোঃ ইকরাম হোসেন, এডঃ মোঃ আক্কাস আলী, কাজী হাফিজুল ইসলাম নাছু, এস এম খাদেম হোসেন খোকন, কাজী মোঃ মাকসুদুল আলম দেলোয়ার, মাওঃ ইসহাক, মোঃ আরমান উদ্দিন, মোঃ নজরুল আলম, মোঃ আনিছুর রহমান, মোঃ মোজাহিদুল ইসলাম সেলিম, উপজেলা উন্নয়ন পরিষদের সভাপতি রাজিবুল হাসান রাজীব, সহ সভাপতি মোঃ হারুন আল রশিদ, এড. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জিয়া কারদার লিয়ন, পৌর কমিটির সভাপতি এড. কামরুজ্জামান অপু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তৌছির, শহর যুবলীগের আহবায়ক আমজাদ হোসেন রনি। সভা পরিচালনা করেন মোঃ শরিফ আহমেদ খান।

সভা শেষে মরহুমের রূহের মাগফেরাত কামনায় দোয়া করেন। সভায় বক্তারা এড. হুমায়ুন কবীরের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনে যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা পূরণ হবার নয়। তিনি ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নে ব্যাপক অবদান রেখেছেন। তিনি ছিলেন একজন প্রকৃত শিক্ষানুরাগী ব্যক্তিত্ব। ব্রাহ্মণবাড়িয়াবাসী তাঁকে চিরদিন স্মরণে রাখবে। সভায় বক্তারা এড. হুমায়ুন কবীর এর নামে একটি সড়ক নামকরণের পাশাপাশি পৌর সুপার মার্কেটকে এড. হুমায়ুন কবীর এর নামে নামকরণের দাবী জানান।






Shares