Main Menu

বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক

+100%-

অদ্য ০৫ জানুয়ারি ২০২৩ তারিখ সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর একাধিক বিশেষ টহল দল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী ইকরতলী, কাশেমপুর, কাশিনগর এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চান্দুরা বাইপাস নামক স্থান হতে ২১০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ২২.৮০০ কেজি গাঁজা, ৪৪৪ বোতল ইস্কফ, ২৩৫ কেজি ভারতীয় জিরা এবং ৩৯০ টি ভারতীয় পার্ক চকলেট আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদ্রকদ্রব্য ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা এবং ধ্বংসের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও অন্যান্য চোরাচালানী মালামাল ব্রাহ্মণবাড়িয়া কাষ্টমস্ অফিসে জমা করা হয়েছে। উল্লেখ্য, সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক এ ধরণের মাদকদ্রব্য আটকের কার্যক্রম পূর্বের ন্যায় চলমান থাকবে। (প্রেসবিজ্ঞপ্তি)


Shares