Main Menu

বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই . ব্রাহ্মণবাড়িয়ায় পূজা মন্ডপ পরিদর্শনে এসে ডিআইজি এস,এম মনির-উজ-জামান (ভিডিও)

+100%-

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এস,এম মনির-উজ-জামান বলেছেন, হিন্দুরা নিজেদেরকে সংখ্যালঘু বললেও বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই। সব ধর্মের মানুষের দেশ এই বাংলাদেশ। এ সময় তিনি নিজেক ধর্মান্ধতায় আবদ্ধ না রেখে মানবতার আলোকে আলোকিত হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের দক্ষিণ কালীবাড়ি মন্দিরে আয়োজিত শারদীয় দুর্গোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাতে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে দুর্গোৎসবের উদ্বোধন করেন ডিআইজি মনির-উজ-জামান।

দক্ষিণ কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রিয়তোষ ভট্টাচার্যের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।

সংস্কৃতিকর্মী আল আমিন শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন প্রমুখ।

পরে তিনি জেলা শহরের কালাইশ্রী পাড়া পূজামন্ডপ পরিদর্শন করেন।

 






Shares