Main Menu

বর্তমান সরকার শিক্ষাকে এগিয়ে নিতে জাতীয় শিক্ষা সপ্তাহ্ পালন করছে —– মোকতাদির চৌধুরী এমপি

+100%-

DSCN3361ডেস্ক ২৪:: জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬ পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে গতকাল শনিবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক লুৎফুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীর, অতিরিক্ত পুলিশ সুপার এম. এ মাসুদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ এ এস এম শফিকুল্লাহ্, অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইয়াসমিন নাহার রুমা।

অনুষ্ঠানে প্রদান অতিথির বক্তব্যে র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, বর্তমান সরকার শিক্ষাকে এগিয়ে নিতে জাতীয় শিক্ষা সপ্তাহ্ পালন করছে। তিনি বলেন, শিক্ষা ক্ষেত্রে সকলকে উৎসাহিত ও জাতিকে শিক্ষিত করতেই সরকার এই ব্যবস্থা চালু করেছে। বর্তমান সরকার যখন ১৯৯৬ সালে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তখন থেকেই এই শিক্ষা সপ্তাহ পালন করা শুরু হয়। বাংলাদেশের অনেক গুনি ব্যক্তির জন্ম হয়েছে যারা শিক্ষাক্ষেত্রে বিশ্বে সাফল্য অর্জন করেছে। কিন্তু ব্রিটিশ আমলে বাঙালিকে শিক্ষা ক্ষেত্রকে এগুতে দেয়নি। তাই আমরা বাঙালিরা অনেক পিছিয়ে ছিলাম। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষাকে প্রাধান্য দিয়ে দেশে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। আলোচনা শেষে প্রধান অতিথি জেলার শ্রেষ্ঠ কলেজ, শ্রেষ্ঠ বিদ্যালয়, শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন।






Shares