Main Menu

বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ————- পৌর মেয়র নায়ার কবীর

+100%-

DSCF7954ডেস্ক ২৪:: গতকাল বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) এর প্রধান কার্যালয়ে জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মারুফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী এম. এ হান্নান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম. এ কাইয়ুম, যুগ্ম সাধারণ সম্পাদক চন্দন কুমার চন্দন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডঃ মাহবুবুল আলম খোকন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডঃ তাসলিমা সুলতানা খানম নিশাতসহ জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সেলিম।

ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র নায়ার কবীর বলেন, বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকার দেশের মানুষের বিদ্যুতের চাহিদা মেটাতে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকারের আন্তরিকতায় দেশের প্রত্যন্ত অঞ্চলেও বিদ্যুতের ঘাটতি হচ্ছে না। তাই সরকারের সফলতাকে ধরে রাখতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক হয়ে কাজ করতে হবে।






Shares