প্রেসক্লাবে হামলা করা আর মসজিদে হামলা করা একই কথা- ডাঃ জাফরুল্লাহ
![+](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
প্রেসক্লাবে হামলা করা আর মসজিদে হামলা করা একই কথা বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাঃ জাফরুল্লাহ চৌধুরী। প্রেসক্লাব পবিত্র জায়গা, সাংবাদিকরা সত্যকে তুলে ধরেন। প্রেসক্লাবে হামলা নিন্দনীয়। শনিবার দুপুরে ১৪ সদস্যের প্রতিনিধি দল নিয়ে হেফাজতের তান্ডবে ক্ষতিগ্রস্থ ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব ও আহত সভাপতি রিয়াজউদ্দিন জামিসহ আহত সাংবাদিকদের সমবেদনা জানাতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এসে এ মন্তব্য করেন তিনি।
পুলিশের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, এবড় ঘটনার খবর পুলিশ কিভাবে পেলনা! পাশাপাশি তিনি মসজিদের মাইক ব্যবহার করে হামলায় লোকজন জড়ো করার বিষয়ে নিন্দা জানান।
এ সময় তিনি সাংবাদিকদের কাছ থেকে সেদিনের ঘটনার বিবরণ শুনেন। পরে বিভিন্ন ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং ব্যক্তিদের সাথে কথা বলেন। এছাড়া নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করারও কথা রয়েছে তার। এসময় তার সাথে গণ সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।