Main Menu

“বিউটি পার্লার প্রশিক্ষণ” কর্মশালার উদ্বোধনকালে পৌর মেয়র নায়ার কবির

প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে নিজেকে স্বাবলম্বি হিসেবে গড়ে তুলতে হবে

+100%-

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রণীত জেন্ডার এ্যাকশন প্লান () বাস্তবায়নের লক্ষ্যে মাসব্যাপি “বিউটি পার্লার প্রশিক্ষণ” এর উদ্বোধন করেছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির।

গতকাল বুধবার সকালে পৌরসভার মাহবুবুল হুদা কক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র-১ আলহাজ্ব ফেরদৌস মিয়া, প্যানেল মেয়র-২ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুরাদ খান, প্যানেল মেয়র-৩ হোসনে আরা বাবুল, কাউন্সিলর মুফতি মকবুল হোসেন, সংরক্ষিত কাউন্সিলর হালিমা আক্তার, মাহমুদা রহমান, পৌর সচিব মোঃ শামছুদ্দিন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা মুখলেছুর রহমান। উদ্বোধনকালে পৌর মেয়র নায়ার কবির বলেন, প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নে ও স্বাবলম্বি হতে নারীরা অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি বলেন, পৌরসভার নিজস্ব অর্থায়নে নারীদের স্বাবলম্বি করে গড়ে তুলতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা বিশ্বাস যারা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করবে তারা প্রশিক্ষণ লব্ধ জ্ঞানের সঠিক ব্যবহার করবে।
এ সময় প্রশিক্ষণার্থীদের মাঝে বিউটিশিয়ান কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।






Shares