Main Menu

প্রবীণ আলোকচিত্রী প্রাণতোষ চৌধুরীর মৃত্যুতে সাহিত্য একাডেমির শোক

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পকলা একাডেমি পদকপ্রাপ্ত আলোকচিত্রী ও সাহিত্য একাডেমির আজীবন সম্মাননা উপদেষ্টা প্রাণতোষ চৌধুরীর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার পুরাতন সংগঠন সাহিত্য একাডেমি শোক জানিয়েছেন।

সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন গভীর শোক জানিয়ে বলেন, সাহিত্য একাডেমি প্রতিষ্ঠার সময় থেকে আমৃত্যু সংগঠনের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন প্রাণতোষ চৌধুরী। তাঁর মৃত্যুতে আমরা একজন অভিভাবক হারালাম। ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে তিনি সবসময় যুক্ত ছিলেন। প্রাণতোষ চৌধুরী সাংস্কৃতিক অঙ্গণের একজন নিবেদিত প্রাণ। তিনি সর্বজনের শ্রদ্ধেয় ব্যক্তি। তাঁর মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গণের অপূরণীয় ক্ষতি হয়ে গেল যা পূরণ হবার নয়। আমরা তাঁর সাথে দীর্ঘবছর একসাথে কাজ করেছি। প্রাণতোষ চৌধুরীর মত ব্যক্তিরা হাজার বছরে একবার জন্ম হয়। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করি এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।


Shares