Main Menu

প্রফেসর মোখলেছুর রহমান খান ছিলেন আপাদমস্তক মুক্তিযুদ্ধের চেতনায় ধারণকারী প্রগতিশীল ব্যক্তি:: আল মামুন সরকার

+100%-

msirডেস্ক ২৪:: গত বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমিতে সুজন-সুশাসনের জন্য নাগরিক জেলা শাখার আয়োজনে প্রফেসর মোখলেছুর রহমান খান স্মারণে প্রথম মৃত্যুবার্ষিকী সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকার বলেন, প্রফেসর মোখলেছুর রহমান খান একজন আপাদমস্তক মুক্তিযুদ্ধের চেতনায় ধারণকারী প্রগতিশীল ব্যক্তি ছিলেন। তিনি আরো বলেন, জেলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত দুর্নীতিবিরোধী প্রচার, সুষ্ঠু রাজনীতি, সুষ্ঠু নির্বাচন বিষয়ে প্রচার করেছেন প্রফেসর খান।

সভায় সভাপতির বক্তব্যে অ্যাডঃ মোঃ আবু তাহের বলেন, মোখলেছুর রহমান খানকে স্মরণ করা মানে মুক্তিযুদ্ধের চেতনাকে স্মরণ করা এবং নতুন প্রজšে§র কাছে মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচিয়ে রাখা। বক্তারা বলেন, প্রফেসর খান ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন মঞ্চে মঞ্চ কাঁপিয়ে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে বক্তব্য রেখেছেন এবং আমাদেরকে উজ্জীবীত করেছেন। বক্তব্য রাখেন সনাকের সভাপতি জেসমিন খানম, সুজনের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মান্নান সরকার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আবদুন নূর, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এসআর ওসমান গণি সজীব, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আবু হোরায়রাহ। স্বাগত বক্তব্য রাখেন কবি জয়দুল হোসেন। প্রফেসর খানের পরিবারের পক্ষে বক্তব্য রাখেন রেহানা বেগম বন্যা। অনুষ্ঠান পরিচালনা করেন সুজনের সাধারণ সম্পাদক একেএম শিবলী। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার সুধীজন উপস্থিত ছিলেন।






Shares