Main Menu

পৌর অবকাঠামো ব্যবহারে সকলকে সচেতন ভূমিকা রাখতে হবে:: মেয়র মোঃ হেলাল উদ্দিন। ।

+100%-

20151119_102411ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন রাস্তা-ড্রেন, স্ট্রিটলাইট ইত্যাদি রাষ্ট্রীয় সম্পদ যা সমাজের সকল নাগরিকগন ব্যবহার করে থাকে। এ সমস্ত সম্পদ ব্যবহারে সকলের যেমন নাগরিক অধিকার তেমনি ভাবে এগুলির রক্ষণা বেক্ষণ করাও সকলের নাগরিক দায়িত্ব। পৌর অবকাঠামো ব্যবহারে সুনাগরিক হিসেবে এ দায়িত্ব পালনে পৌরবাসী সকলকে সচেতন ভূমিকা রাখতে হবে। মেয়র গতকাল সকালে ছয়বাড়িয়ায় রাস্তা সংস্কার কাজ উদ্বোধন কালে উপরোক্ত কথা বলেন। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তি সহকারি প্রকৌশলী মোঃ কাউছার আহমেদ, বাবুল মিয়া, মন মিয়া, ইউনুছ মিয়া, আশোক মিয়া, ফুয়াদ আলী, ফরিদ মিয়া, সাত্তার মিয়া, হাসু মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।






Shares