Main Menu

পৃথিবীর কোন স্বৈরশাসকই গায়ের জোরে ক্ষমতা দখল করে বেশিদিন থাকতে পারে নি_ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি

+100%-

bnp-8-1-17

গত ৫ জানুয়ারী কেন্দ্র ঘোষিত কর্মসূচী গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষ্যে কালো পতাকা মিছিল পালন করার সময় দেশের বিভিন্ন স্থানে পুলিশ ও সরকার দলীয় ক্যাডার কর্তৃক বর্বরোচিত হামলা ও মিছিলে বাঁধা দেওয়ার প্রতিবাদে, দেশব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের অংশ হিসেবে ৮ জানুয়ারী সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি তার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরের পাওয়ার হাউজ রোড হইতে একটি বিশাল মিছিল বের করে প্রেসক্লাবের উদ্দেশ্যে আসার প্রাক্কালে প্রচন্ড পুলিশি বাধার সম্মুখীন হয়ে তাৎক্ষনিক প্রতিবাদ সভা করে। জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন জহিরের সার্বিক পরিচালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ জিল্লূর রহমান, হাজী সিরাজুল ইসলাম, আলহাজ্ব এবি এম মোমিনুল হক, মোঃ আলী আজম, মোঃ আজিম, শামীমা স্মৃতি, জসিম উদ্দিন রিপন, জহিরুল ইসলাম চৌধুরী, আল আমিন, নিয়ামুল হক, মোঃ মাহিন, হাজী মনির হোসেন, শামীম মোল্লা, ইয়াছিন মাহমুদ, এডঃ ইসমত আরা প্রমুখ। সভায় বক্তারা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে না দেয়া এবং পুলিশ ও দলীয় ক্যাডার কর্তৃক বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা বলেন, পৃথিবীর কোন স্বৈরশাসকই গায়ের জোরে ক্ষমতা দখল করে বেশিদিন থাকতে পারে নি। বর্তমান ভোটার বিহীন অবৈধ এ সরকারও অন্যায় অবিচার অত্যাচার করে ক্ষমতায় টিকে থাকতে পারবে না।
প্রেস বিজ্ঞপ্তি


Shares