Main Menu

নিছার চৌধুরীর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া টুয়েন্টিফোরডটকম এর শোক প্রকাশ

+100%-
ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট জনসেবক, রাজনীতিবিদ ও কেন্দ্রীয় সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আফজাল হোসেন চৌধুরী নিছারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ব্রাহ্মণবাড়িয়া টুয়েন্টিফোর ডটকম পরিবার।
জেলার প্রথম প্রতিষ্ঠিত হওয়া এই অনলাইন পোর্টালটির প্রকাশক সারুয়ার জাহান দিপু ও সম্পাদক আলি আসিফ গলিব তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত।
শোক বার্তায় মরহুমের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন তারা বলেন, আফজাল হোসেন চৌধুরী নিছার এর মৃত্যু অপূরণীয় ক্ষতি। নিছার চৌধুরী জনমানুষের কল্যাণে কাজ করে গেছেন তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়াবাসী একজন সেবক হারালো।
শোক বার্তায় তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া কামনা করা হয়।
উল্লেখ্য করোনা আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে ৫৭ বছর বয়সে ইন্তেকাল করেন আফজাল হোসেন চৌধুরী নিছার। এদিকে করোনা আক্রান্ত হয়ে তার স্ত্রী এবং এক পুত্রও চিকিৎসাধীন রয়েছেন

Shares