Main Menu

নাসিরনগরের ১০ ইউনিয়নে চেয়ারম্যানদের শপথ গ্রহণ

+100%-

Brahmanbaria_UP Chairman Oath 1নাসিরনগর সংবাদদাতাঃ প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত তৃতীয় দফা ইউপি নির্বাচনে জয়ী হওয়া ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ১৩ ইউনিয়নের মধ্যে ১০ ইউনিয়নের চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনু্ষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ জুন) দুপুর দুইটার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনু্ষ্িঠত হয়। ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক লুৎফুন নাহার তাদের শপথবাক্য পাঠ করান। উচ্চ আদালতে রিট পিটিশন থাকায় নাসিরনগর সদর, ফান্দাউক ও গোয়ালনগর ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠিত হয়নি। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছমিন নাহার রুমা’র সঞ্চালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মোয়াজ্জেম আহমদসহ বিভিন্ন ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শপথ নেওয়া ইউনিয়নগুলো হচ্ছে, চাতলপাড়, ভলাকুট, কুন্ডা, বুড়িশ্বর, গুনিয়াউক, চাপরতলা, গোকর্ণ, পূর্বভাগ, হরিপুর ও ধরমন্ডল।


Shares