Main Menu

নব নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল আলম এমএসসির সাংবাদিকদের সাথে কুশল বিনিময়

+100%-

15870501_1366847426680732_1663353394_n

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের সাথে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন নব নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল আলম এমএসসি। তিনি আজ দুপুরে স্থানীয় লোকনাথ দীঘির পাড়স্থ একটি রেষ্টুরেন্টে এ আয়োজন করেন। এসময় তিনি সংবাদকর্মীদের তাকে সমর্থন ও সহায়তা করার জন্য ধন্যবাদ জানান। এসময় তিনি একটি লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যটি ব্রাহ্মণবাড়িয়াটোয়েন্টিফোরডটকম এর পাঠকদের জন্য হবুহু তুলে ধরা হল।ngvnvdsfsdf

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমানুল হক সেন্টু, ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

পুরো অনুষ্ঠানের ভিডিও>>