Main Menu

চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্টিত

ধর্মের নামে, গোষ্ঠীর নামে মানুষকে বিভক্ত করার সুযোগ নেই:র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি

+100%-

অদ্য ১ জুলাই শনিবার সকাল ১১টায় চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজের হালিমা রউফ চৌধুরী অডিটোরিয়ামে চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজের ২০১৭ সনের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন কর্মশালা ও নবীনবরণ অনুষ্টিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জননেতা, বীর মুক্তিযোদ্ধা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। শিক্ষার্থীদের অভ্যর্থনা জানিয়ে আলোচনা করেন সিনিয়র প্রভাষক কবি মহিবুর রহিম, মীর আলী আজম, সহকারী অধ্যাপক মো. আশরাফুল ইসলাম, প্রধানশিক্ষক মো. মোশাররফ হোসেন,গভর্নিংবডির সদস্য এ এইচ এম মাহবুব আলম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির প্রবীণতম সদস্য মো. আবদুল হাই ডিলার। সভাপতিত্ব করেন অধ্যক্ষ মকবুল আহাম্মদ।

অনুষ্ঠানে র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন- আমরা শিক্ষার্থীদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। আদি বাঙালি কবি চণ্ডীদাসের মহান উক্তি ‘ সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।’ এই বাণী ধারণ করতে আহ্বান জানাই। আমরা হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান যেমন সত্য, তারও চেয়ে বেশি সত্য আমরা মানুষ। এটা ভুলে গেলে চলবে না। নারী পুরুষকেও আলাদা করে দেখার সুযোগ নাই। সত্যিকারের মানুষ হতে আমরা তোমাদের অন্তরের চোখ খুলে দিতে চাইব। আমি তোমাদের ইনসানিয়াতের কথা বলব। ধর্মে এই ইনসানিয়াতের কথা আছে। আমাদের নবী সাম্প্রদায়িকতা পছন্দ করতেন না। ইসলাম ধর্মে সাম্প্রদায়িকতার স্থান নেই। ধর্মের নামে, গোষ্ঠীর নামে মানুষকে বিভক্ত করার সুযোগ নেই। আমি তোমাদের হযরত মোহাম্মদ, মহামতি সক্রেটিস, আলেকজান্ডার, ভল্টেয়ার, ভ্লাদিমির ইলিচ লেনিন, অম্বেদকর প্রমুখ বিখ্যাত ব্যক্তিদের সম্পর্কে বলব, যারা দুনিয়াকে বদলে দিয়েছিলেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন- ভাল ফলাফল অর্জনের জন্যে তোমাদেরকেই চেষ্টা করতে হবে। আমরা তোমাদের ভাল ফলাফল অর্জনের পথ নির্দেশ দিতে পারব। এই প্রতিষ্ঠান থেকে তোমরা এই অনুপ্রেরণা পাবে। চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজ একটি আদর্শ মানের প্রতিষ্ঠান। এখানকার পরিবেশ, অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী, সুপরিসর ক্লাসরুম, সমৃদ্ধ লাইব্রেরি, সাংস্কৃতিক কার্যক্রম তোমাদের জন্যে সহায়ক হবে। তিনি আরও বলেন- তোমরা স্কুলের গণ্ডি পার হয়ে কলেজের বড় প্রাঙ্গনে পা রেখেছ। তোমাদের জানতে হবে পাঠ্যপুস্তকের বাইরেও আরও একটি জগত আছে। সে সম্পর্কে জানতে প্রচুর লেখাপড়া করতে হবে। তোমাদেরকে ইতিহাস সম্পর্কে জানতে হবে, তা না হলে পরিপূর্ণ মানুষ হওয়া সম্ভব হবে না।-এম.আমজাদ চৌধুরী রুনু,


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

Shares