Main Menu

দেশ বরেণ্য সাংবাদিক দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার স্মরণে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে শোক সভা অনুষ্ঠিত

+100%-

দৈনিক সমকালের সম্পাদক দেশ বরেণ্য সাংবাদিক প্রয়াত গোলাম সারওয়ার- এর স্মরণে গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের উদ্যোগে শোক সভা ও মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাব মিলনায়তনে শোক সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি খ. আ. ম রশিদুল ইসলাম।

সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পীর সঞ্চালনায় প্রয়াত গোলাম সারওয়ার এর কর্মময় জীবনের উপর আলোচনা করেন দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার আব্দুন নূর, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি,প্রেস ক্লাবের সিনিয়র সহ সহ সভাপতি আল আমীন শাহীন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, প্রেস ক্লাবে কল্যাণ ফান্ডের আহবায়ক সৈয়দ মোহাম্মদ আকরাম ,প্রেস ক্লাবের পাঠাগার সম্পাদক মোশাররফ হোসেন বেলাল, তথ্য ও প্রযুক্তি শিহাব উদ্দিন বিপু , কার্যকরী সদস্য শাহজাহান সাজু,মুজিবুর রহমান খান, সাবেক কোষাধ্যক্ষ মোঃ আশিকুল ইসলাম, দৈনিক প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি মোঃ মনির হোসেন,দৈনিক জনতার জেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন প্রমুখ।

বক্তারা সাংবাদিক গোলাম সারওয়ার এর মেধাদীপ্ত সাংবাদিক জীবনের নানা অবদান উল্লেখ করে প্রগাঢ় শ্রদ্ধা নিবেদন করেন এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

Shares