Main Menu

দেশের অর্থনৈতিক উন্নয়নে শ্রমজীবি মানুষের বিশেষ ভূমিকা রয়েছে

+100%-

১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ৫ থেকে ২১ আগস্ট পর্যন্ত ১৭দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর পঞ্চমদিন বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক লীগের আয়োজনে শিল্পকলা এডাডেমী মিলনায়তনে বিকাল ৪টায় “জাতীয় অগ্রগতি অর্জনে শ্রমজীবিদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় শ্রমিক লীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার জাতীয় শোক দিবস উদযাপন বাস্তবায়ন কমিটির আহবায়ক এম. এ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আলাউদ্দিন আলাল, বিএডিসি শ্রমিক লীগ ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি বারেন্ড নাথ ঘোষ, জাতীয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শ্রমিক লীগের ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি মারুফুল ইসলাম, সড়ক ও জনপদ শ্রমিকলীগ ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি মোঃ আব্দুল হাই, পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সেলিম, অগ্রণী ব্যাংক সিবিএ’র সাধারণ সম্পাদক আবুল মোবারক, শ্রমিক বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন দুলাল মিয়া, মোস্তাক মিয়া, আতিক, আজম মিয়া, হুমায়ুন মিয়া, হাকিম, ইব্রাহিম মিয়া, মোঃ জিল্লু মিয়া, শফিকুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম, খবির উদ্দিন আহমেদ, মনির উদ্দিন আহমেদ, মোঃ দানা মিয়া, হাজী মোঃ ইউনুস মিয়া (ঠান্ডু), মোঃ কামাল হোসেন প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন আশরাফ খান আশা। সভা পরিচালনা করেন বিশিষ্ট নাট্যকার আনোয়ার হোসেন সোহেল। সভায় বক্তারা বলেন, দেশে অর্থনৈতিক উচ্চ প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখার ক্ষেত্রে শ্রমজীবি মানুষের বিশেষ ভূমিকা রয়েছে। যেখানে অর্থনীতিতে উচ্চ প্রবৃদ্ধি এবং স্থিতিশীলতা রক্ষায় ক্ষুদ্র ও মাঝারী শিল্পোদ্যোক্তাসহ শ্রমজীবিরা সবচেয়ে বড় ভূমিকা রাখছে।’ শ্রমিকের ন্যায় অধিকার প্রতিষ্ঠায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবদান চির স্মরণীয় হয়ে থাকবে। তিনি মেহনতি মানুষের কল্যাণে বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন। আমরা শ্রমজীবিরা তার কথা কোনদিন ভুলতে পারবো না। তারই ধারাবাহিকতায় বর্তমানে জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকজীবি মানুষের কল্যানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের শ্রমিকদের জন্য বিভিন্ন রকম সুযোগ সুবিধা সৃষ্টি করে যাচ্ছেন তিনি।






Shares