Main Menu

দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

+100%-

২০০৫ সালের ১৭ আগস্ট তৎকালীন বিএনপি-জামাত জোটের প্রত্যক্ষ মদদে দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও কালো পতাকা প্রদর্শন করা হয়েছে।

বুধবার দুপুরে জেলা যুবলীগের উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়।

দিনটি উপলক্ষে স্থানীয় শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ভাষা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।

জেলা যুবলীগের সভাপতি এডঃ শাহানুর ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, যুগ্ম সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম ভুইয়া প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস।

এ সময় বক্তারা, ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পরে সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।


Shares