Main Menu

দেরিতে আসায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১০০ কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ

+100%-

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ ১০০ জনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন পৌর প্রশাসক। বিলম্বে উপস্থিত হওয়ায় তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

পৌরসভা সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় নির্বাহী প্রকৌশলী, পৌর নির্বাহী কর্মকর্তাসহ কর্মকর্তা আটজন ও কর্মচারী ৭০জন কর্মরত রয়েছে। এছাড়া বিভিন্ন পদে চুক্তিভিত্তিক আরও কয়েকজন কর্মরত রয়েছেন। সব মিলিয়ে ১০০ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক জেলার কয়েকজন বাসিন্দা বলেন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা দেরিতে আসেন। বিষয়টি বিভিন্ন মাধ্যমে পৌর প্রশাসককে জানানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া পৌর প্রশাসক ও জেলা প্রশাসন কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) শঙ্কর কুমার জানান, গত বুধবার সকাল ৯টার দিকে পৌরসভায় যাই। সকাল ৯টা ১৬ মিনিট পর্যন্ত অবস্থান করে কর্মকর্তা ও কর্মচারীদের কার্যালয়ে উপস্থিত হবার সময় পর্যবেক্ষণ করেছি। ততক্ষণ পর্যন্ত কেউ আসেননি। দেরিতে আসায় পৌরসভার ১০০ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে।






Shares