Main Menu

দুদকের দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে দুপ্রকের মানববন্ধন ও র‌্যালী

+100%-

দুর্নীতি দমন কমিশন(দুদক) এর দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সোমবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের প্রাঙ্গনে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। তিনি দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আহবান জানিয়েছেন । বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান । ব্রাহ্মণবাড়িয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রকৌশলী মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা দুপ্রকের সহসভাপতি কবি আবদুল মান্নান সরকার, সাধারন সম্পাদক মোহাম্মদ আরজু,চেম্বারের সভাপতি আজিজুল হক,প্রফেসর নজীর আহমেদ, প্রেসক্লাবের সাধারন সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী,প্রধান শিক্ষক সাহিদুল ইসলাম,আবু জামাল,সাংবাদিক আবুল হাসনাত অপু,এনজিও প্রতিনিধি এস এস শাহীন তাহের উদ্দিন ভুইয়া , প্রমুখ। মানববন্ধন শেষে একটি র‌্যালী বের হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

Shares