Main Menu

ট্রেনের যাত্রা বিরতিসহ ৫ দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়া মুক ও বধির সমাজকল্যাণ সংঘের মানববন্ধন

+100%-

দ্রুত ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন পুনঃ সংস্কার ও অবিলম্বে সকল ট্রেনের যাত্রা বিরতিসহ ৫ দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয়া মুক ও বধির সমাজকল্যাণ সংঘ। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । সংগঠনের সহকারী পরিচালক সাজ্জাদ আনোয়ারের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক তৌহিদ, সদস্য অপু, সোহাগ, জাহিদ, রহিম প্রমুখ।

৫ দফা দাবি হলো,
১। ব্রাহ্মণবাড়িয়ায় দ্রুত রেলস্টেশন পুনঃসংস্কার করে পরিপূর্ণ যাত্রী সেবা নিশ্চিত করতে হবে।
২। অবিলম্বে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের কার্যক্রম এবং সকল রেলগাড়ীর যাত্রাবিরতি নিশ্চিত করতে হবে।
৩। তাণ্ডবের মদদদাতা হেফাজত-জামায়াত সহ সকল দায়ী ব্যক্তিদের গ্রেফতার করে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে।
৪। ভূমি অফিস, পৌরসভা, জেলা পরিষদসহ সকল ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান দ্রুত পুনঃসংস্কার করে পুনরায় সেবা প্রদান নিশ্চিত করতে হবে।
৫। ভবিষ্যতে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানে ক্ষতিগ্রস্ত কারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির বিধান নিশ্চিত করে আইন পাস করতে হবে।

সাংকেতিক ভাষায় তারা বলেন, দ্রুত এসব দাবি বাস্তবায়িত না হলে ব্রাহ্মণবাড়িয়াবাসীর স্বার্থে লাগাতার আন্দোলন করা হবে।

মানববন্ধন শেষে জনসচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ করা হয়।