Main Menu

সুপ্রিম কোর্ট প্রাঙ্গন থেকে গ্রীক মূর্তি অপসারণের দাবী

জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রীর নিকট ব্রাহ্মনবাড়িয়া জেলা ইসলামী ফ্রন্টের স্বারকলিপি

+100%-

বাংলাদেশের পবিত্রতম স্থান হযরত খাজা শরফুদ্দিন চিশতী (রাহ.) এর মাজার ও জাতীয় ঈদগাহ সংলগ্ন এবং বাংলাদেশের সর্বো”্চ বিচারালয় সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে কোন বিজাতীয় সংস্কৃতির ধারক গ্রীক মূর্তি স্থাপন এদেশের জাতীয় ঐতিহ্য ও ইসলামী চেতনার পরিপন্থী এবং গ্রীক মূর্তি কখনো ন্যায় বিচারের প্রতিক হতে পারেনা। একমাত্র প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশিত পথই ন্যায় বিচারের মাপকাটি এটা সর্বজন স্বীকৃত।এমতাব্স্থায় এ জাতীয় ধর্মীয় অনুভূতি ও জাতীয় চেতনার পরিপন্থি বিধায় হযরত খাজা শরফুদ্দিন চিশতী (রাহ.) এর মাজার শরীফ এবং জাতীয় ঈদগাহের সম্মান রক্ষার্থে এ গ্রীক মূর্তি অপসারণ করে বাঙ্গালী জাতির জাতীয় ঐতিহ্য ও ইসলামী মূল্যবোধ রক্ষার দাবীতে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসাবে মাননীয় প্রধান মন্ত্রীর নিকট ব্রাহ্মনবাড়িয়া জেলা প্রশাসক জনাব মোঃ রেজওয়ানুর রহমান এর মাধ্যমে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সচিব আলহাজ্ব এড. মোঃ ইসলাম, উদ্দিন দুলাল এর নেতৃত্বে জেলা নেতৃবৃন্দ স্বারকলিপি প্রদান করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা ইসলামী ফ্রন্ট যুগ্ম সাধারন সম্পাদক এড. সৈয়দ ছায়েদুর রহমান আওলাদ. মাওঃ সাদেকুল ইসলাম সাদেক, জেলা আইন বিষয়ক সম্পাদক এড. মহি উদ্দিন আহমেদ মকুল, জেলা ফ্রন্ট নেতা সিনিয়র আইনজীবি এড. মোঃ শাবাজুল হক, এড. মোঃ মোজাম্মেল হক. এড. শাহ আলম, এড. জাহাংগীর আলম, এড. শওকত হোসেন, জেলা যুবসেনা সহ সাধারন সম্পাদক ডাঃ অহিদুর রহমান, জেলা ছাত্রসেনা সিনিয়র সহ সভাপতি ছাত্রনেতা মোঃ রফিকুল ইসলাম, জেলা সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মোঃ ইকবাল হোসাইন শাহ বাবুল, মাওঃ রহমত আলী প্রমুখ।প্রেস রিলিজ


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

Shares