Main Menu

জেলার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে _জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান

+100%-

dsc_0637

রোববার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেক মোঃ সামসুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম, ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্ণেল মোঃ শাহ আলী, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীর, সিভিল সার্জন ডাঃ হাসিনা আক্তার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, নাসিরনগর উপজেলা চেয়ারম্যান এটি এম মনিরুজ্জামান সরকার, কসবা উপজেলা চেয়ারম্যান এডঃ আনিসুল হক ভূইয়া, ভারপ্রাপ্ত পিপি এড. এস এম ইউসুফ, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আলহাজ্ব আজিজুল হক, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ. আ. ম রশিদুল ইসলাম, জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাসসহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও আইন শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ প্রমুখ।

সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, আসন্ন বিজয় দিবস ব্রাহ্মণবাড়িয়া জেলায় ব্যাপকভাবে উদযাপন করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। বিজয় দিবসে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা করতে হবে। জেলা পরিষদ নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি এ সময় জঙ্গিবাদ নির্মূলে জেলাবাসী সজাগ দৃষ্টি রাখার আহবান জানান। ব্রাহ্মণবাড়িয়া জেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।






Shares