Main Menu

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফলের লক্ষ্যে সাংবাদিকদের সাথে কর্মশালা

+100%-

vitaminaআগামী ১৬ জুলাই শনিবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফলের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা গতকাল বুধবার সিভিল সার্জন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাঃ হাসিনা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ আবু সাঈদ, ডাঃ আঃ কাদির নোমান, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম, ডাঃ শারমীন রহমান, সাংবাদিক মনজুরুল আলম, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা নাজবাহুল ইসলাম বকুল, জেলা ইপিআই তত্ত্বাবধায়ক আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সিনিয়র সহ-সভাপতি আল আমীন শাহীন প্রমুখ।
সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডাঃ হাসিনা আক্তার বলেন, ভিটামিন এ প্লাস ক্যাপসুল শিশুদের রাতকানা রোগ প্রতিরোধ এবং অন্ধত্ব দূরীকরণসহ দুর্বল শিশুদের পুষ্টিকর করে। তাই ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনকে সফল করে তুলতে সকলকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এবার ৫ লাখ ২১ হাজার ৭শ’ ৩৬ জন শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে।


Shares